তুমি আমি দোজনে, চলেছি বিজনে
মনের নিগূঢ় প্রেম, ছড়াব ভুবনে,
পেয়েছি তোমায়, গভীর আরাধনে
চাইনা কিছু আর আমার এ জীবনে।
অবুজ এ মন করেছো আপন
মন তোমায় মানে- তুমিই জীবন।
অচেনা- হোকনা অজানা- নেই আজ কোন মানা
হবেনা- ভয় ভয় ভাবনা- পরাজয়ে বাচা যায় না,
বনেরি নির্জন- মুক্ত জীবন- চায় আমি সারাটি জীবন
অবুজ এ মন করেছো আপন
মন তোমায় মানে- তুমিই জীবন।
জানিনা- কিছুই বুঝিনা- শুধু জানি তুমিই ঠিকানা
পারবোনা- বাচতে পারবোনা- জল ছাড়া মীন বাচেনা,
জেনেছে মন- আমার এ মন- তুমিছাড়া বৃথা এ জীবন।
অবুজ এ মন করেছো আপন
মন তোমায় মানে- তুমিই জীবন।