আমি জানি তুমি আর কখনো আসবে না ফিরে...
এই অগোছালো জীবনে আঁধারে ঘেরা কষ্টের নীড়ে.।।
তবুও অপেক্ষায় থাকি
জানি সবি বৃথা।


তবুও কল্পনায় শুধু তোমারই স্বপ্ন আঁকি.।।
হয়তো বা কেউ এটাকে ভালোবাসা বলবে
নয়তো বা পাগলামি।
তা নিয়ে আমার কোন ইয়ত্তা নেই
লোকে যা বলার বলুক না...
লোকে তো আর তোমাকে ভালোবাসে নি,,,
ভালোবাসি তো শুধু আমি।


অনেকেই তার প্রিয় জনের কাছে খোলা চিঠি বা উড়ো চিঠি লিখে.
কিন্তু সবার মতো আমি চিঠি লিখতে পারি না...
কারণ আমার ভালোবাসা তো সবার মত ছিলনা...
তাই আমি প্রতি রাতে তোমার নামে
ঐ ঘুমন্ত আকাশের বুকে চাপা চিঠি লিখি।


যাতে তুমি জানতে না পারো
তবে আমার কষ্টের লিখাই যখন আকাশ ভারী হয়ে অশ্রু ঝড়বে,
তখন যেন সেই অশ্রুতে তুমি ভিজতে পারো.।।।
হয়তোবা সেই অশ্রুতে আমার হৃদয়ের লোকানো ভাষা গুলি তুমি দেখবে না...
তবে অশ্রু মিশ্রিত আমার ভালোবাসার পরশে
তোমার সব কষ্ট গুলি ধুয়ে মুছে নিজের বুকে নিয়ে যাব...
শুধু ঝড়ে পরা অশ্রুতে প্রকৃতির শিহরণে জানিয়ে দিব
তুমি ভালো থেকো...।।।