হাসপাতালের সাদা বিছানায় পরে
আছে এক নীল পাথরের মূর্তি"
দূর দ্বীপের ডাক পড়েছে
আজ মানছে না যেন আর কোন আরতি।
অচেনা হাজারো মানুষ।
চারিদিকে ভালোবেসে করেছে কত কৌতূহল"
সবার ভিড়ে একজনকে খোঁজে না পেয়ে
গড়িয়ে পরছে চোখের জল।


আহত দেহের মাঝে সৃত্বির আঘাতে
আজ মনটা হলো বুঝি নিহত"
নষ্ট হয়ে গেলো সুখের লগ্ন
আমার আগুনের হোলি খেলার মত।
বদ্ধ ঘরে ক্লান্ত শরীরে কল্পনার ফ্রেমে আঁকছি
এক মুক্ত আকাশের দৃশ্য"


অবলীলায় হয়ে গেলাম
আজ ইনজেকশন এক প্রাণ প্রিয় শীর্ষ্য।
তন্দ্রাতে কালো আঁধারে হারিয়ে যাচ্ছে
বুঝি জীবনের সব আলো"
জ্যোৎস্না মাখা চাঁদের সাথে
অক্সিজেন টি উবে আছি অনেক ভালো।।