বাংলা আমার মাতৃভূমি
এ যে, আমার সোনার প্রিয় জর্ন্মভূমি,
আমার প্রিয় মাতৃভূমি।
সবুজ শ্যামলে ঘেরা গ্রাম অঞ্চল
ছায়া আবদ্ধ ঘেরা আমার শহর।


মায়ারমমতা ভরপুর আমার এদেশ
মায়ের মুখের সুর দিয়ে তৈরী আমাদের ভাষা,
এ যে আমার জর্ন্মভূমি
আমারই সকল প্রাণের আশা।


কন্ঠনালীতে ভেসে ওঠা সেই মধুর ভাষা
আ’মরি বাংলা ভাষা।
যে ভাষায় কথা বলতে গিয়ে,
মনে পড়ে যায় মায়ের অশ্রুভেজা বুক খানি।


১৯৫২ সালে ভাষা আন্দোলন
মাতৃভাষা বাংলা চাই l
আমরা ছিনিয়ে এনেছি,
কিন্তু হারিয়েছি হাজারো মায়ের কোল।
ভাসাতে হল মায়ের অশ্রু ঝড়া বুক.
তবুও মা দূর্বল হয়নি,
বলেছিল মোদের
মাতৃভাষা বাংলা চাই।


সালাম, রফিক, জব্বার ফিরিয়ে দিয়ে গেল ভাষা,
কিন্তু হারিয়ে গেল তাদের প্রাণ,
এখনো ভেসে ওঠা ঝা ঝা গুলির শব্দ শুনি।


তবুও মোরা হারমানিনি
রক্ত গরম তরুনদল।
কেড়েছি ওদের কাছ থেকে মোদের ভাষা
নাম দিয়েছি আমার মায়ের দেশ,
ভালোবাসার দেশ,
স্বাধীন প্রিয় বাংলাদেশ।