আজই পরশ বেলায়
ছুঁই ছুঁই বলে,
ছুঁই হয়ে ওঠেনি তোমায়!


হর্ঠ্যাৎ তোমার রাগটি অনুকরণ করে
নিজেকে বিলিয়ে দিলাম তোমার ও স্বর্ণে।
তুমি প্রথম, তুমি শেষ,
তুমি আধার, তুমি বেশ।


তুমি আমার প্রথম আনন্দ,
তুমি যে আমার জীবন,
তোমাকে জড়িয়ে নিজের ও গহীনে!
জীবন জীবান্তরে রেখেছি হৃদয়ে


তুমি অতৃপ্ত,
তুমি তৃষ্ণাত্ব,
তুমি যে, আমার কিড়ণ!
তোমাকে বেধে রেখেছে এ নয়ন।