এই ইট কাঠেরই দেয়াল মাঝে আমরা পড়ে আছি,
আর স্বপ্ন বুকে ধরে কষ্টে বেঁচে আছি,
মনের মধ্যে শান্তি কোথায় পাই
আমিও যে চাই
বড় হতে চাই
আর নিজের মতো বাঁচার মানে
আমিও বুঝতে চাই,
তার স্বপ্ন গুলো সত্যি করে আমিও বলতে চাই
আমিও পারি, কিছু করতে পারি।
সবার মতো আমিও পড়তে পারি,
স্বপ্নগুলো আমিও গড়তে পারি
কেউ তো বলে দাও আমায়
আমি কোথায় যাই
আমিও যে চাই
বড় হতে চাই
হঠাৎ কোনো ঘোরে
কোনো স্বপ্নের অন্ধকারে
দেখতে যে পাই বারে বারে
আমার মুখ। আর দুঃখটাকে নিয়ে
কত কষ্ট বুকে জড়িয়ে
খামখেয়ালে ভাবতে থাকি আমার ভবিষ্যৎ
আর আমার মতো ছাত্র গুলো বলতে যেন পায়..
তার ইচ্ছে গুলো সবার সামনে বলতে যেন পায়
আর স্বাধীনভাবে আমরাও তো বেঁচে থাকরত চাই,
আমিও যে চাই
বড় হতে চাই
আর নিজের মতো বাঁচার মানে
আমিও বুঝতে চাই।