শুধালো হে মন বিবেক শোন,“ তুমি আজ নিশ্চুপ কেন,
চারিদিক ঘটিতেছে কত শত অন্যায়, তোমার সাড়া পাই না কেন?”
বিবেক বলিল ছাড়িয়া নিঃশ্বাস,“ এসব কথা আমায় বলিছ কেন?”
দীঘল রজনী কাটিয়া দিলাম এই মত ভেবে ভেবে,
হায় রে বিবেক, ভবিষ্যতে আমাদের কী হবে?
বিবেক কহিল,“তোমরাতো মানুষ হাঙ্গামা কর আনর দোষ দাও শুধু মোরে,
তোমরাই তো রাখিয়াছ মোরে ঘুম পাড়াইয়ে।
মন কহে আর্তনাদে,“ কী বল হে ভাই,
আরও কী তোমার মত কোনো দায়িত্ব নাই,
আমিও তো মানুষগুলোকে মিথ্যা থেকে সরিয়ে এনে সত্যের পথে আনতে চাই।”
আমি ভাবি,বিধাতা দিয়াছে প্রাণ,
তবে কেন থাকি সদা হয়ে ম্রিয়মান।
চোখের সামনে ঘটে অন্যায় শত শত,
দেখে শুধু চলে যাই যে যার মত।
তবে কেন শুধু শুধু দোষ দেব বিবেক আর মনেরে
আগে যদি না জাগাই নিজেরে।