জীবন মানে সমস্যার  ছড়াছড়ি,
জীবন মানে সমস্যা থেকে বাাঁচতে চাওয়ার
ইচ্ছা বরাবরই।
জীবন মানে যুদ্ধ করতে যদি পার,
জীবন মানে এক কঠিন খেলা বুঝতে যদি পার।
জীবনের মানে বোঝাটা অত সহজ নয়কো,
জীবনের মানে বুঝতে হলে,
সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী
পেরিয়ে যাবে হয় তো।
জীবন মানে হৃদয়ের হৃদস্পন্দন,
জীবন মানে সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর ক্রন্দন
জীবন মানে সম্পর্কের দৃঢ় বন্ধন,
জীবন মানে প্রাণের অস্তিত্ব,
জীবন মানে হাজার রকমের সমস্যা চারিদিকে ঘনিভূত।
জীবন মানে যুদ্ধের সমারোহ,
জীবন মানে ভালবাসা,ঘৃণা,
জীবন মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ।
জীবন মানে মায়া-মমতা, সুখ- দুঃখ, হাসি-কান্না,
জীবন মানে হারানোর বেদনা।
জীবন মানে শুধু হাসি ঠাট্টা-তামাশা নয়,
জীবনের আসল মানে কাজের মাধ্যমে খুঁজে নিতে হয়।
অতীতকে ভুলে গিয়ে, নতুনকে বরণ  করে লয়
নতুন করে যুদ্ধ শুরুর নামই তো জীবন।