খাতামুন নাবিয়্যিন,
তোমার অবদানের কথা মুসলিমগণ ভুলবেনা কোনোদিন।
আরব সেকালে ভদ্র ছিল না, ছিল না সভ্য জাতি,
সেকালে তাহারা একে অপরের কেবলই করিত ক্ষতি।
ভ্রাতার প্রেম, মাতার প্রেম ছিল না তাদের মধ্যে,
কথায় কথায় জড়াইয়া পড়িত একেকটা মহাযুদ্ধে।
ছেলেশিশুর বদলে যদি জন্মাইত কন্যাশিশু,
কী অদৃষ্ট লজ্জায় তারা মাথাটা করিত নিচু।