কাব্য হেথায় হারায়াছে ভাষা
সুরের মায়াজালে,
ক্ষমা কর মোরে      
অবান্তর কিছু কহিলে!


আমি হেথা যেন সুখপাখি
তোমরা মহীরূহ,
আশ্রয় তবু পায়য়াছি বটে
পাইনি সমীহ।
ক্ষোভ নেই মোর অট্টালিকায়
ক্ষোভ গৃহকর্তায়,
স্বপ্ন যেন কাঁদিয়া মরে
দেখিবার কেহ নাই।
নিজমনে যায় সুর বাঁধিয়া,
তবু শুনিবার কেহ নাই,
সুরগুলো সব ভীত হইয়া
মনের আড়ালে লুকায়।
অভিমানি মন কাঁদিয়া উঠে
সকলকে বলিতে চায়,
বাঁধিব সুর, লিখিব গান
বাউলের এক তারায়।


আসিবে সময়, উঠিবে ধ্বনি,
হইচই চারিদিকে,
সুরের নেশায় পাগল হইয়া,
রব তুলিবে দিক বিদিকে।