বহুদিন পরে ফিরেছিস তুই
কেমন আছিস বল্?
অনেক কথায় জমে রয়েছে
মাঁচায় বসব চল্।


দাড়ি রেখেছিস রোগা হয়েছিস
অনেক বদলে গেছিস,
পাড়ার কথা মনে রাখিসনি
সবই তো ভুলেছিস!


কলেজ তো আর কয়েকটা দিন
ফিরবি কি তারপর?
নাকি কাজের নেশায় বাইরে গিয়ে
ভুলবি নিজের ঘর!


ওসব কথা পরে হবে,
প্রেমিকার ছবি দেখা,
কত স্বপ্ন দেখবিরে তুই
আমায়ও কিছু শেখা।


গল্পের ছলে বলে যাস তুই
লিখিস মনের কথা,
তোর কবিতায় কান্নার সুর
ছন্দে ছন্দে ব্যথা।


ইচ্ছে করে নিয়ে যায় তোর
এক পংক্তি ব্যথা,
আমার ব্যথায় মিলেমিশে হোক
নতুন রূপকথা।


তোর লেখনিতেও উঠুক ফুটে
আমারও কিছু গল্প,
আমাকে নিয়েও একটা লেখ্
হোক বা অল্প স্বল্প।


সময় শেষ বাড়ি যেতে হবে
তুই কি বসবি একা?
ফেরার আগেই দেখব কিন্তু
আমায় নিয়ে লেখা।