আমি পারি না রে!
পারি না, তোকে নিয়ে সুর সাজাতে,
আমি পারি না রে!
পারি না, তোর পছন্দের গীটার বাজাতে!


সঙ্গীত আমার  বশে নেই
আমি কর্কশ ছেলে,
কোন আশা নিয়ে প্রেম খুঁজেছিস
নীরস হৃদয়ের তলে?


আমি পারি না রে!
পারি না, রঙীন ক্যানভাসে তোর ছবি ফোটাতে।
আমি পারি না রে!
পারি না, নকল তুলিতে তোর মিথ্যে স্বপ্ন জোটাতে।


শিল্প আমার কর্ম নয়
কুঁড়েমি ভরা জীবন,
অলস এক জ্যান্ত লাশকে
কেন দিয়েছিস মন?


আমি পারি না রে!
পারি না, জাভা পাইথনে তোকে নিয়ে প্রেম লিখতে,
আমি পারি না রে!
পারি না, তোর সমীকরনে আমার মান বসানো শিখতে।


বিজ্ঞানে আমার জ্ঞান নেই
ওসব বুদ্ধির খেলা,
মূর্খ ছেলের প্রেমে পরেছিস
ভাত জুটবেনা দুবেলা।


আমি পারি না রে!
পারি না, তোকে নিয়ে পাঁচতারার কফিশপে যেতে।
আমি পারি না রে!
পারি না, তোর পছন্দের কোনো উপহার দিতে।


বিলাসিতা আমার সাধ্য নয়
আমি গরীব বেকার
কেন তুই কাছে এসেছিস?
তবে কি করুনা একপ্রকার!


আমি পারব না রে!
পারব না, তোকে রাজ সুখে সুখী রাখতে।
আমি পারব না রে!
পারব না, তোর স্বপ্নে স্বপ্ন দেখতে।


তোর স্বপ্ন বাস্তব নয়
তুই যে রাজ কন্যে
আমি চায় তুই খুশি থাকিস
দূরে চলেছি ঐ জন্যে!