কণ্যা ছিল বড়ই লাজুক
বলেনি ভালোবাসি
সময়ের সাথে তবুও আমরা
অনেক কাছে আসি।
অনেক খুশির স্বপ্ন বুনি
নিজ নিজ মনে
প্রকাশ করতে সাহস করেনি
কোথাও কোনো ক্ষণে।


মনের কথা বুঝিয়েছি ঈশারায়
সেও বুঝিয়েছে ইঙ্গিতে
দুজনার মন এক হয়েছে
প্রেমের সুর সঙ্গীতে।
প্রতি মূহুর্তের প্রতি কল্পনায়
শুধুই তাকে দেখি,
দূরত্ব হেরেছিল স্বপ্নের কাছে
স্বপ্নেই মেতে থাকি।


প্রেমযুগলের মধুর প্রেমে
চেয়েছিল শ্রদ্ধাঞ্জলি,
কঠোর শর্তে মাথা নত করে
দিয়েছিল প্রেমাবলি।
দুই আত্মা এক হলেও
মান্যতা দেয়নি সমাজ,
লোক-লজ্জার ভয়েই বুঝি
আঁধার নেমেছে আজ।