সকালে ঘুম থেকে উঠে রাজকীয় ব্যাপার!
প্রাতরাশে সাজানো রয়েছে রকমারি খাবার!
এটা খাব! না ওটা খাব! ওটা ভালো লাগেনা!
কত সব ব্যবস্থা, দুপুরেও কত কি রান্না!
প্রতিদিন যেন মাছ, মাংস আর মিষ্টির মেলা!
কিছু খায়! বাকিটা তো নষ্ট হয় দুবেলা!
থাকে অট্টালিকায়, চড়ে নামি দামি গাড়ি!
পোষাক আষাকেও সারা বাড়ি ছড়াছড়ি!


ওর সাহেব! ওরা শিক্ষিত! ওরা বোঝেনা দারিদ্রতা!
একটুখানি খাবার চাইলেই ভুলে যায় মানবতা!
জানেনা ওরা কঠিন বাস্তব, গরীব মানুষের কষ্ট!
শ্রাবনধারা, বৈশাখী ঝরে, মাথার ঠাঁই টুকুও নষ্ট!
কোনো কোনো দিন জ্বলেনা প্রদীপ, জোটেনা একটু ভাত,
ছেঁড়া জামায় সারাদিন খেটেও কাটেনা আঁধার রাত!