পথ পানে চাহিয়া দেখিলেই
সর্বব্যাপী যানজট,
থামিয়া থাকিবার বিরাম নাহিকো
শব্দ করিছে উদঘট।
সম্মুখে রয় অতীব ভিড়
পিচরাশি নিরুপায়,
ফাঁকফোকর দিয়া যাইতে গিয়া
বিপদ আনিতে চায়।
সময়ের খেলায় সময় জিতিয়াছে
ধৈর্য্যের পরাজয়,
মনুষ্যজনম সময়ের দাশ
পথ হাসিয়া কয়।


এহেন যানজটের ভিড়
হাজার মানুষের কোলাহল,
সকলে যেন ছুটি লইয়াছে
নিস্তব্ধতায় সম্বল।
রোজ রোজ যেথা মাছের মেলা
সব্জির হাট হয়,
টোটোগুলো সব লুকায়য়া গিয়াছে
জানিনু কিসের ভয়।
বড় রাস্তায় ক্রিকেট খেলিছে
ছোটো রাস্তা ফাঁকা,
স্তব্ধতা যেন গ্রাস করিয়াছে
বন্ধ সমস্ত চাকা।