কালিকলম নিয়ে নিয়ে খেলার ছলে,
খুঁজেছি গল্পের ভাষা,
ঘরবন্দি বিরক্তির দিনে
লেখনিই খুশির আশা।
বিরক্তি গুলো হারাতে চায়
ছন্দের নেশায় মেতে,
ছত্রে ছত্রে সুর সাজিয়েছি
কাব্য প্রেম পেতে।


ঘুম ভেঙেছে অনেক ভোরে,
অলিক স্বপ্ন দেখে,
জানালার ফাঁকে প্রথম আলো
শুভেচ্ছা গেছে রেখে।
চোখ খুলতেই একরাশ ভয়
কেন যে সকাল হয়,
বেশ তো ছিলাম ঘুমের দেশে
জেগে থাকা সহজ নয়।


ভাবতে থাকি কি করব
এইতো সবে সকাল,
সারাটা দিন রয়েছে বাকি
এখনই নাজেহাল।
চায়ের কাপটায় আলতো চুমুক
অতি সন্তর্পনে,
যদি লেগে যায় একটু ছ্যাঁকা,
পুড়ে যায় আনমনে।


টিভি খুললেই একই খবর
একই গানের দেখা,
গল্পের বই অনেক পড়লাম
মোবাইল ফোনেও একা।
এমন ভাবে চলতে থাকলে
উন্মাদ হয়ে যাব
জানিনা কবে বাইরে গিয়ে
চা সিগারেট খাব।


সময় পেলে ফোন কোরো সব
সময় আমার প্রচুর,
মেনে নিয়েছি বন্দি দশা
দেখব না রোদ্দুর।
যতই হোক কষ্ট আমার
তবুও ঘরেই থাকব,
চার দেওয়ালের মাঝেই আমি
জগৎটাকে খুঁজব।