ছাত্রাবাসের ছাত্র জীবন বেপরোয়া জীবন,
নেইকো কোনো বাধা নিষেধ, নেইকো শাসন বারণ।
ঘুম থেকে রোজ দেরিতে ওঠা, ক্লাস ফাঁকি দেওয়া,
সকালের খাবার না খাওয়াটা অভ্যাস করে নেওয়া।
বিকেলবেলা খেলার মাঠে একটু ঝগড়াঝাটি,
সন্ধ্যা হলেই  ভুলে গিয়ে আড্ডাতে মেতে উঠি।
নটার পরে কিচেন মাঝে ম্যানেজার খিস্তি খায়,
তরকারি গুলো আজব হয়, নাম জানা নাই।
হঠাৎ করে বিরক্ত হয়ে রান্না করে খাওয়া,
মাঝেমধ্যে বিরিয়ানি হাউস কিংবা বাইরে যাওয়া।
খাওয়ার পরে পড়ার ধুম, কারোর গেমের নেশা,
সিনেমার ফাইল খুললে পরে রাত কাটে সহসা।
গভীর রাতে বেরিয়ে পরা আনমনা খেয়ালে,
অচেনা জায়গা, ভুতুড়ে বাড়ি কখনো বা জঙ্গলে।
সারাদিন সাইকেলে ভ্রমণ দূরের কোনো শহর,
সেসব স্মৃতি অমূল্য স্মৃতি, ভুলবনা সেই প্রহর।
পরীক্ষা শেষে উন্মাদ হয়ে সারা রাত্রি পার্টি,
বোতল বোতল অমৃত শেষে শুরু ফাটাফাটি।
ভুলে যায়  রাগ অভিমান ছুটির পর ফিরে,
বন্ধুদের বুকে জড়িয়ে ধরে, ফাজলামি শুরু করে।
এমন জীবন সবাই পায়না, ভাগ্যে থাকা চায়,
বাড়ি ফিরলেই মনটা বলে হস্টেলে ফিরে যায়।