মুছে যাবে সব কষ্টের দিন গোনা
প্রতীক্ষার শেষে জানি দেখা হবে,
দেখা হবে কোনো ক্লান্ত দুপুরে
যখন সূর্য্যের তেজে গাছের পাতা নুইয়ে পড়বে।
শূন্য রাস্তা, বটবৃক্ষের নীচে পরিশ্রান্ত পথিক
একটু শান্তি খুঁজছে,
হয়ত তখনি দূর থেকে দেখব তুমি আসছ
তোমার পায়ের নুপূর বাজছে।
জানি দেখা হবে, হয়ত কোনো পূর্ণিমা রাতে
আলো ছায়াতে দেখব তোমায়,
সময় থেমে যাবে, ভেঙ্গে যাবে সব অভিমান
ফিরে পাব অনুভূতিদের উল্লাস
শুধু একটুকু ছোয়ায়।
এলোমেলো বাতাস থমকে যাবে, চুপ হবে সব ঝিঁ ঝিঁ পোকাদের গুঞ্জন।
বুকের ভেতর ধক্ ধক্ শব্দটা প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়বে সারা আকাশ,
এমনও মধুর ক্ষণে দেখা হবে, ফিরে পাব সব মনোরঞ্জন।
জানি দেখা হবে গভীর ঘুমের কোনো অস্পষ্ট স্বপ্নে
নতুবা আনমনা কোনো কল্পনায়।
কেমন করে বলি, সেই খুশিটা ফিরে চাই
দু চোখ শুধু তোমায় খুঁজে বেড়ায়।
জানি দেখা হবে হঠাৎ করেই অচেনা কোনো গ্রামে
নতুন করে চিনব তোমায়
মনের যত কথা ছিল লিখে রেখেছি রঙবেরঙের খামে।
জানি দেখা হবে তাই আবারও পড়ব তোমারই প্রেমে।
জানি দেখা হবে তাই কষ্ট গুলো আড়াল করে
অপেক্ষায় রয়েছি অনেক ধৈর্য্য ধরে।