প্রাক বসন্তের উতলা বাতাস
মন খারাপের অনুভূতি নয়,
কিছু পুরাতন, কিছু রুগ্ন স্মৃতি
মুছে ফেলতে হয়।
ঝরা পাতার খামখেয়ালিতে
এক নব বার্তা পাই,
যে ঝরে গেছে সে তো অতীত
তাকে মনে রাখার দরকার নাই।
আগামীর এক স্নিগ্ধ সকাল
তোমার জন্য অপেক্ষারত,
নব মুকুল, রঙবেরঙের শত ফুল
আবার ফুটবে অবিরত।
কষ্ট সব মুছে যাবে
রাত পোহাতে দাও,
রবির কিরণে আলোকিত হবে
একটু সময় নাও।
ভ্রমর আসবে বসন্ত সাজবে
কোকিল কুহু গাইবে
স্বাগতম ডাকে সাড়া দিলেই
খুশিরা শুধু রইবে।