অবিরাম এই অশ্রুধারায় ভিজছে দুই নয়ন,
আর কখনও ফিরে পাব না শান্তিদায়ক শয়ন।
দিবা রাত্রী আনমনা হয়ে খুঁজি তোমার হাসি,
এত ভালোবাসা দিয়েও কেন আজকে আমি দোষী?
বিনা দোষে পর করলে, তুললে বুকে ঝড়,
কোন খেয়ালে ভাঙলে বল সাজানো প্রেমের ঘর?
কত আপন হয়েও তুমি শুধুই দিলে যন্ত্রণা,
এতদিন সব সয়েছি, আর আমি পারছি না।
দুঃখ ব্যাথায় বুকটা ফাটে, ভেঙ্গে গেছে মন,
হাহাকারে ছেয়ে গেছে অভিশপ্ত জীবন।
প্রেম যেন বীষামৃত, কেড়ে নিল সব খুশি,
আঘাতময় ছায়ায় ভরা দুঃস্বপ্নেরও বেশি।
শতচেষ্টা বৃথা হল, ভোলা হল না স্মৃতি,
শয়ন মাঝেই থামিয়ে দেব জীবন রথের গতি।