কলমের প্রতি আস্থা রেখেছি
সাহিত্যের প্রতি শ্রদ্ধা,
সৃষ্টির ধ্যানে মগ্ন হয়েছি
কবিতাই যেন আরাধ্যা।
ঘুম ভাঙতেই ছন্দ খুঁজেছি
আবছা স্বপ্নের ভীড়ে,
কিচির মিচির গাইছে পাখিরা
কাছেই কোনো নীড়ে।


কুঁড়েমিতে ভরা নির্জন সকাল
ব্যস্ততা গেছে মুছে,
রাস্তাঘাট জনমানবহীন
কোলাহল থেমে গেছে।
শূন্য কাগজে আঁকিবুকি কাটি
সময়ের স্রোতে ভেশে,
দিন কেটে যায় অলীক চিন্তায়
কবিতাকে ভালোবেশে।


কাব্য প্রেমে হয়েছি আমি
লেখনির বন্দিদাস,
মুক্তির খোঁজ কখনও করিনি
মেনেছি গৃহবাস।
লিখতে লিখতেই আনমনা হয়ে
যাব ঘুমের দেশে,
কবিতা তুমি দেখা করে যেও
স্বপ্ন মাঝে এসে।