কবিতা আমার প্রেম যেন,
আমি কবিতার প্রেমী,
ছন্দের নেশায় ডুব দিয়েছি
মাতাল হয়েছি আমি।
কবিতা যেন আবেগপ্রবণ
সুখ দুঃখের ভাষা,
বৃষ্টির দিনে অল্প আলোয়
বন্য ভালোবাসা।
কবিতা যেন তিন পাহাড়ে
আঁকছে কত ছবি,
শান্ত বিকেল, নিভছে আলো
ডুব দিয়েছে রবি।
কবিতা যেন নীল আকাশে
ওরাই রঙিন ঘুড়ি,
মুক্তি যেন কাছে আসে
আবেগ নিয়ন্ত্রণ করি।
কবিতা তুমি কল্পলোকের
অজানা কাহিনী,
হৃদয় মাঝে দাগ রেখে যাওয়া
স্বপ্ন চারিনি।
কবিতা তুমি চঞ্চলা মনে
নীরবতার সুর,
মুগ্ধতার স্রোতে ভেসে যাওয়া
দূর হতে বহু দূর।
কবিতা তুমি খামখেয়ালি
সরল তোমার মন,
কবিতা তুমি প্রিয় সাথী
আমার আপনজন।
কবিতা তোমায় ভালোবাসি
হৃদ মাঝারে স্থান,
তোমার মাঝেই খুঁজব অমৃত
করব সুধা পান।