কত স্মৃতি মনের পাতায়, ছোট্ট স্কুলে
কিছু হারিয়েছি, গিয়েছি অনেক ভুলে।
ফার্স্ট বেঞ্চ না পেলে, মন হত খারাপ,
চার দেওয়ালেই রয়েছে তার ছাপ।
শত বন্ধুর মাঝে তুই বড় পাওনা,
তুই ছাড়া ছোটবেলা রঙিন হত না।
শব্দ ছক খেলাতে, কেউ হার মানিনা,
হেঁয়ালি ঝগড়াগুলো ভুলতে পারিনা।


তুই ছাড়া, আমার সময় যেত থেমে,
বন্ধু হয়েছি তায় পরিনি তোর প্রেমে।
কালির খেলায় রঙিয়েছি তোর জামা,
সব সয়েছিস পেরিয়েছি যত সীমা।
সময়ের সাথে হারিয়েছি অধিকার,
মন্দিরা, তোকে ভুলবনা কোনো প্রকার।