প্রিয়জন হেথা আসে নাই, ওই পথে,
এক  চিলতে সুুখ লইয়া মোর সাথে।
একাকি হৃদয়ের উতলা মন চায়,
লোকালয় হইতে দূরে চলিয়া যায়।
যেথা নাহি দুখ পাখিটার কলরব,
সহস্র বেদনা হইতে চাহে নীরব।
হারায়াছি হাসিবার সবটুকু শক্তি,
এহেন জীবন হইতে লইব মুক্তি।


আমি সময়ের দাশ, নিয়মের দাশ,
কাহার কাছে গিয়া ক্ষোভ করি প্রকাশ!
সকলেই ছুটিছে অর্থের পিছে পিছে,
সম্পর্ক হেথায় যেন হইয়াছে মিছে।
আমি উপেক্ষিত, ভালোবাসাহীন ব্যাক্তি,
বেদনাময় কান্না হইতে চাহি মুক্তি।