যার আছে বড় বাড়ি,
তার আশেপাশেই ঘুড়ছে নারী!
যার আছে দামী গাড়ি,
তার আশেপাশেই ঘুড়ছে নারী!
যার আছে চাপ দাড়ি,
তার আশেপাশেই ঘুড়ছে নারী!
যার আছে টাকাকড়ি,
তার আশেপাশেই ঘুড়ছে নারী!
যার আছে চাকরি সরকারি,
তার আশেপাশেই ঘুড়ছে নারী!


আমার কিছু নেই, আমি আনাড়ি।
তাই আশেপাশে নেই কোনো নারী।
ভাগ্যক্রমে খুঁজে পেলে কোনো নারী,
সে বলে, "আমি তো প্রেম করি।"
সবই কপাল! কি যে করি!
পোড়া কপালে নেই কোনো নারী।
আমিও আঙুর ফল টকের মতো মনেকরি,
নারী! ওদের থেকে দূরেই থাকি! ওরা ভীষন ভয়ংকরী।