"ওরা নাকি নেশা করে,
ওরা নষ্ট ছেলে।"-
প্রতিষ্ঠা কভু পায়না তারা
অনেকেই তা বলে।
উপেক্ষা করে, বর্জন করে
একলা ফেলে চলে
দায়ীত্ব গুলোও দিতে চায় না
ডাকে নেশাখোর বলে।


তারাও হয়ত নেশা করে
সভ্য সমাজের পিছে,
ভালোমানুষির মুখোশ পড়ে,
বলে যায় শুধু মিছে।
বর্তমানের মানুষগুলোর
কাটেনা নেশার ঘোর,
কেউ ধোঁয়াতে, কেউ জলেতে
কেউ বা প্রেমে বিভোর।


রাজকীয় নেশা আভিজাত্য,
আত্ম অহংকার,
গরীব হলেই নেশারু বলে
এ কেমন বিচার।
এই পৃথিবীর সবাই মাতাল
কেউ বেশি কেউ কম,
দুঃখে নেশা, আনন্দে নেশা
নেশা হরেকরকম।


ছাত্রজীবন মানসিক চাপ
প্রেম ব্যর্থতার দুখ,
সব কিছুকে ভোলার আশায়
নেশাতেই পাই সুখ।
ওরাও আমায় অবজ্ঞা করে,
বন্ধুরা এড়িয়ে চলে,
আমিও অল্প নেশা করি
আমিও নষ্ট ছেলে।