অর্থনীতির নববর্ষ অন্যরকম দিন,
একটুখানি ফাজলামিতে দিনটা করি রঙিন।
সকাল থেকে মিথ্যা কথায় একটু হাসি ঠাট্টা,
প্রিয়জনদের ঠকিয়ে পরে মজা নেওয়ার ঘটা।
মিথ্যা বলা মহাপাপ আমরা সবাই শিখেছি,
মিথ্যা কথার থেকেও যেন দূরে দূরেই থেকেছি।
পয়লা এপ্রিল মিথ্যা বলা সবার অধিকার,
একদিনের স্বাধীনতা সবার কাছে আবদার!
এমন দিনের অনেক স্মৃতি সবার মনে জড়িয়ে,
কেউ কেউ আজকে যায় সহ্য সীমা ছাড়িয়ে।
স্কুলবেলার ছোট্ট মজা অনেকখানি খুশি,
এই দিনকে তাইতো সবাই একটু ভালোবাসি।
অনেক সময় মজার খেলায় মনকে হাসিয়ে তুলি,
কখনো কখনো বিপদ ডেকেও ভুল করে ফেলি।
খুশির দিনে বিপদ না আনার শপথ গ্রহণ করি,
হাসি মজার মাঝে শুধু সত্যকে তুলে ধরি।