নয়নে নয়ন রাখি চায়িয়াছি মম,
ভুরুজোরা নিশিকালো চিত্রাঙ্কন সম।
ইতস্তত বায়ু তব উড়ায়াছে কেশ,
ভুলিবনা কভু যেন সুকুমারী বেশ।
প্রতহ শুনিয়াছি নূপুরের ও সুর,
আর চোখে দেখি, শরম করিয়া দুর।
নিস্পলক হইয়া পড়ি মিষ্টি হাসিতে,
হেথায় ভির করিয়াছে দুষ্টু খুশিতে।


দিবানিশি ভাবি করিব প্রেম প্রস্তাব,
শূন্যতা পূর্ণ করিয়া মিটাব অভাব।
হৃদয়ে হৃদয় রাখি শোনে নায় কভু
কেমনে কহিব তারে বল মহাপ্রভু।
নয়ণে নয়ণ রাখি চাও একবার,
আমাতে মাতিবে, আসিবে প্রেম জোয়াড়।