শরৎ মেঘ উঁকি দিচ্ছে নীল আকাশ থেকে,
কাশের দোলায় মাতছে সবাই নতুন খুশি এঁকে।
বাগান জুড়ে নৃত্য করে, শিউলি ফুলের মেলা,
ভাসিয়ে দিয়ে রঙীন নেশায়, শতদলীয় ভেলা।
ব্যস্ততম সময় গুলো হাঁপিয়ে হাঁপিয়ে বলে,
আসছে ছুটি, করব মজা, সমস্ত কষ্ট ভুলে।


ঢাকের বোলে উঠল বেজে আগমনী সুর,
উতলা মন উঠল হয়ে প্রেমের নেশায় টুর।
আকাশ, বাতাস সব কিছুতেই পুজো পুজো রব,
নতুন জামা নতুন জুতোয় উঠবে সেজে সব।
কুমোর পাড়ায় নেইকো ঘুম, শুধুই তুলির টান
শহর জুড়ে বাজবে শুধু পুজোর নতুন গান।
প্যান্ডেল লাইট পুজোর থিমে শহর গেছে ছেয়ে,
আসছে ছুটি, আসছে পুজো  আনন্দ গান গেয়ে।


                *******