খুশির আসরে মেতেছিল সেদিন
প্রেম দিবসে ব্যস্ত,
প্রিয়জনের সাথে সময় কাটাতে
সকলে উন্মত্ত।
ভারত মায়ের বীর ছেলেরা
অনেক প্রতীজ্ঞাবদ্ধ,
দেশের প্রতি প্রেমের তাগিদে
করছে জীবন-যুদ্ধ।


ফেব্রুয়ারী মাসের চৌদ্দ তারিখ
পড়ন্ত দুপুরের প্রহর,
গর্জে উঠেছে পুলওয়ামা
স্তব্ধ গোটা শহর।
আত্মঘাতী বোমার ছোবলে
ক্ষণিকের বিষ্ফোরন,
চূর্ন করেছে সেনার গাড়ি
করেছে জীবন হরন।


তাজা রক্তের মাংসপিন্ড
রাস্তা জুড়ে ছড়িয়ে,
নৃশংসতা আনল ডেকে
লোকচোক্ষু এড়িয়ে।
হাহাকার শুধু হাহাকার
মৃত্যু মৃত্যু রব,
কত উজ্জ্বল স্বপ্ন ছিল
কেড়ে নিল তারা সব।


তিরঙ্গা জড়িয়ে ঘরে ফিরল
বীর শহীদের বেশে,
মায়ের বুক শূন্য করল
কফিনে শুয়ে এসে।
সারা দেশে শোকের ছায়া
কালা দিবসের সাজ,
আমজনতাও সুর তুলল
প্রতিশোধের আওয়াজ।


"ভারত মা-কে রক্ষা করতে
রক্তে ভাসি ভাসব,
শত্রুর চোখে চোখ রেখে
লড়াই করে আসব।
শেষ বিন্দু রক্তের জোরেও
করব না হার স্বীকার।"-
জওয়ানরা সব বদ্ধপরিকর
এমনই অঙ্গিকার।


শত্রুর ঘরে আগুন জ্বালিয়েও
শান্ত নয় তারা,
শহীদের আত্মার শান্তি কামনায়
প্রতিশোধ নিয়ে ফেরা।
তাদের প্রতি সহস্র স্যালুট
শ্রদ্ধায় করি স্মরণ,
নিজের জীবন তুচ্ছ করে
মৃত্যুকে করে বরন।