আবেগী অনুভবে ভরে যায় যেন
আমার প্রতিটা কল্পনা,
শক্ত হয়েও মনকে বোঝাই
এটা প্রেমের গল্প না।
ঘুম যেন আসতে চাইনা
প্রহরের পর  প্রহর,
একাকী আমি জেগে রয়েছি
ঘুমিয়েছে বাকি শহর।
নিশুতি রাতের মৃত পৃথিবীতে
সবার নিশ্চিন্ত নিদ্রা,
অশান্ত মনের ঝড় থামবে
জানিনা কার দ্বারা।


জানালার ফাঁকে জোনাকির দল
মিট মিট করে জ্বলে,
একাকীত্বের ভাগীদার হয়ে
মনের কথা বলে।
"তোমার মতো প্রেয়সির চোখেও
গত হয়েছে ঘুম,
তোমার ভাবনায় বিভোর হয়ে
হয় রাত্রী নিঝুম।
তোমার কাহিনীতে গল্প লেখে
শিরোনাম- 'প্রিয় তুমি',
তোমার অপেক্ষায় সময় গোনে
সাক্ষ্য শুধু আমি।


সত্যি এটা প্রেমের গল্প
কেন ভাবছ মিছে!
পবিত্র প্রেমের সোপান পাবে
এমনই বিশ্বাস আছে।"
জোনাকি যেন থামতে চাইনা
অনেক কথাই আছে,
থামিয়ে দিয়ে যেতে বললাম
প্রিয়তমার কাছে।
প্রিয়ার চোখেও ঘুম এনে দাও
প্রেমমন্ত্র   দিয়ে,
নতুন সকালে দেখা হবে
অনেক স্বপ্ন নিয়ে।