মনে পড়ে যায় শৈশবকাল
আবছা কত স্মৃতি,
মায়ের কাছেই প্রথম শুনেছি
মানুষ হওয়ার নীতি।
অ আ শেখা, ক খ শেখা
পেনসিলের দাগ কাটা
বকুনি মেশানো মাতৃস্নেহে
পেয়েছি শিক্ষার ছটা।


"কখনও কাহাকে কুবাক্য বলিও না।
চুরি করা মহাপাপ।"
ছোটো ছোটো পায়ে স্কুলে যেতেই
বেড়েছে শিক্ষার ধাপ।
দিদিমণি আর মাষ্টারমশাই
ধরিয়েছে সব ভুল,
মহৎ আদর্শে অনুপ্রাণিত করে
মুছেছে মনের ধূল।


অঙ্কের শিক্ষকের হিসাব শেখানো
খুবই মজার খেলা,
ইতিহাসের সব গল্প শুনে
কেটে গেছে কত বেলা।
বিজ্ঞান যেন অবাক বিষয়
সাহিত্যে পেয়েছি আবেগ,
ভূগোল শিখিয়েছে পৃথীবি চিনতে
প্রযুক্তি দেখাল বেগ।


বড় হয়ে বুঝতে শিখেছি
মানুষ চিনেছি আজ,
স্কুল কলেজের পুঁথিগত শিক্ষায়
শিক্ষিত মানব সমাজ।
কর্মের মাঝে প্রকৃত শিক্ষা
সময় বৃহৎ শিক্ষক,
জ্ঞান দানে শিক্ষা বাড়ে
মনুষত্তই শিক্ষার রক্ষক।