নববীনতায় এই সদ্য প্রস্ফুটিত মন,
চঞ্চল হয়ে উড়ে বেড়ায় সারা বিশ্বভুবন।
নদীর ধারে, মরুর বুকে মনটা যেতে চায়,
বিপদ মাঝেও ঝাঁপিয়ে পড়ে, সাহায্য করতে যায়।
আঁধার মাঝে জ্বালায় আলো, বিভীষিকা ছেড়ে,
দুঃস্থদেরও দাদা ডাকে ভালোবাসায় ঘীরে।


এমন মনন কিভাবে রাখি, চার দেওয়ালে ঘীরে,
পুঁথিপত্র ছুড়ে ফেলে, যায় বদ্ধতা থেকে দূরে
বদ্ধ ঘরের মনোযোগ আর একগাদা নোট লেখা,
এসব কিছুই হয়না আমার শুধুই চেয়ে দেখা।


সুপ্ত মনের বিকাশ যেন থমকে দাঁড়িয়ে যায়,
তবুও কেন বদ্ধঘরেই আটকে রাখতে চায়?
নিজের মতো হয়না বাঁচা,আমরা খাঁচার পাখি,
ভেঙ্গে ফেল ওই দেওয়ালগুলো, মুক্তো আকাশ দেখি।