ক্ষুদ্র সাফল্যের খুশির প্লাবনে সব কিছু নিশ্চিহ্ন,
কিছু মুছে গেছে, কিছু হারিয়েছে, একটু ভুলের জন্য।
একবার নয়, দুইবার নয়, করেছি বারংবার
ভুল যেন অভ্যেস হয়ে, করেছে আমায় শীকার।
সত্য যখনই সামনে এসেছে নিয়েছি মিথ্যে আশ্রয়,
মিথ্যের ভান্ডার ফুরিয়েছে বলেই আজ আমি নিরুপায়।
ব্যর্থ জীবনের রূপকথা যেন, আমার কালির আঁচরে,
অভাব কিছুর পড়েনি কখনও নেমে আসতে আঁধারে।


প্রথম যখন অনুভব করি, মেঘ জমেছে ঘন,
বৃষ্টি এসে ভাসিয়ে দেবে, ভাবিনি কখনও।
বিদ্যুৎ চমকালো,বৃষ্টি এল, ভাসল নিয়ে আমায়,
অথৈ জলে বাঁচার আশায় আঁকরে ধরি তোমায়
নতুন করে জীবন পেয়ে স্বপ্ন দেখি কত,
তোমার সুরে সুর মেলাতেই পেলাম আবার ক্ষত।
প্লাবন থেকে বাঁচিয়ে আমায়, এনেছ মরুর মাঝে,
আবেগটাকে শেষ করে দিয়ে, আঁধার দিয়েছ খুঁজে।


এখন সময় সত্য বলার, হয়ত শেষ সুযোগ,
জীবন আমার হতাশায় ভরেছে, কত শত দুর্যোগ।
স্বাধীনতায় স্বর্গ ভেবে, নরকে করেছি প্রবেশ,
নীল আলোয়, নেশার আসরে ধীরে ধীরে সব শেষ।
'মা' তুমি 'বাবা'কে বোলো,"রাখতে পারিনি মান,
লড়তে পারিনি হেরে গেছি আমি, হারিয়েছি সম্মান"।
হাসির আড়ালে কষ্টগুলোতে সইতে পারিনা আর,
ক্ষমা করে দিও গুরজনেরা শুধু আর একবার।