মিঠে সুর আর নানা রঙের আলোয়
রমরমা যেন বর্ষবরনের সাজ,
বিষাদ ভুলে মনটা থাকতো ভালোয়
খুশির মুহূর্তে তোর সঙ্গ পেলে আজ।
স্মৃতিগুলোই ফিরে ফিরে ভাসছে চোখে,
দূর্বিষহ যন্ত্রণা ছেয়ে আসছে মনে,
পুরোনো কার্ডের প্রতিটার লেখা দেখে
মনে পড়ে, কত স্মৃতি আজকের দিনে।


রনি তোর অভিমানটা দূরে সরিয়ে
নতুন বছরটা দে খুশিতে ভরিয়ে।
প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষায় থেকেছি
কখন আসবে তোর ঐ শুভেচ্ছাপত্র,
স্বপ্নজুড়ে যেন শুধু তোকেই দেখেছি
তুই যে আমার প্রিয় বন্ধু একমাত্র।