নাম না জানা কোন নদীতে
             কোন বাগানের পাশে,
ভরে আছে কত ফুলে
                ভরে আছে সুবাশে।
সেই জায়গায় যাব আমি
                 যাবে আমার মন,
এমনি এক রোমাঞ্চকর
            দেখলাম আমি স্বপন।
স্বপ্ন যেই ভেঙ্গে গেল
              হলাম আমি নিরাশ,
স্বপুরীতে তুলেছিলাম
                    একগুচ্ছ কাশ।
কাশগুলো সব রয়েই গেল
              চলে এলাম ফেলে,
স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই
              দেখি চোখটিমেলে।
ফেলে আসা অতীত স্মৃতি
               হারিয়ে যাবে সবি,
একটু পরেই ফুটবে আলো
               আসবে নতুন রবি।