চন্দ্র তুমি, জ্যোৎস্না তুমি, তুমিই সন্ধ্যা তারা,
তুমিই আমার পথের সাথী, তুমিই নজরকাড়া।
সকাল তুমি, সন্ধ্যা তুমি, তুমিই রাত্রী নিঝুম,
তুমিই আমার গভীর রাতের স্বপ্ন দেখা ঘুম।
আকাশ তুমি, বাতাস তুমি, তুমিই গ্রীষ্মে ঝড়,
নদীর মাঝে ঢেউ তুমি, তুমিই বালির চর।
বাগান তুমি, ফুল তুমি, তুমিই বনমালী,
তুমিই আমার আঁকার খাতা, রং বেরঙের কালী।
উষ্ণ তুমি, শীতল তুমি, তুমিই প্রাণের দোলা,
তুমিই আমার হাসি খুশি, তুমিই সুরের ভেলা ।
দুষ্টু তুমি, মিষ্টি তুমি, তুমিই আমার বিশ্বাস,
তুমিই যেন বেঁচে থাকার পর্যাপ্ত শ্বাসপ্রশ্বাশ ।
ছন্দ তুমি, গান তুমি, তুমিই চোখের নেশা,
তুমিই আমার হৃদয় মাঝের গভীর ভালোবাসা ।