তুমিও সেদিন অচেনা ছিলে, ছিলে অপরিচিতা,
অজ কেন তবে অশ্রুজলে ভেজে চোখের পাতা।
চোখের আড়াল হলেই কেন হৃদয় কেঁপে ওঠে,
একটি বার দেখার নেশায় মাতাল হয়ে ছোটে।
দুদিনের তো পরিচয়, তবুও খুঁজি তোমায়,
তোমার কথা ভাবলে পরে পাগল বলে আমায়।
তোমার কথা তবুও ভাবি সারা রাত ধরে,
মনটা তখন কেঁদে ওঠে যদি চলে যাও দূরে।


জীবন পথেই তোমার সাথে কয়েক দিনের দেখা,
পথের মাঝেই হারিয়ে যাব, থাকবে এই লেখা।
লেখার মাঝেই থাকবে তুমি আমার মনকে ঘীরে,
পথের প্রান্তে দাঁড়িয়ে আমি, থাকব অপেক্ষা করে।
কদিন পরেই চলে যাবে তুমি দূর হতে বহু দূর,
বাতাস পরে কান পাতলেই শুনবে ব্যাথার সুর।
তবে আর কেন করছ দেরি, দিয়ে যাও নিস্তার,
যাওয়ার আগে দিয়ে যেও শুধু মৃত্যু উপহার।