তোমাকে পাওয়ার আশা আমার অনেক কাল আগেই ফুরিয়েছে
সেই দুপুরে- যখন আমের ডালে বসে ডাকে কাক,
কাঁকতাড়ুয়া একা একা
মাঝমাঠে ঠায় দাড়িয়ে থাকে
কী যেন গল্পে মেতেছে  ও
তারও প্রেমিকা আছে!
রাতের শিশিরের সাথে প্রেম করে ও..
আশা ফুরিয়েছে হেমন্তের কোন এক সকালে।
নরম ঘাসের উপর-
স্থির হয়ে বসে থাকে শিশির
তার রুপ মুক্তার মতন।
সেও ম্লান হয়ে যায় দিনের আলোয়-
ডানা ঘুটিয়ে নেয় আকাশের চিল।
কাঁকতাড়ুয়ার বুক শূণ্য,
মাঝমাঠে ঠায় দাড়িয়ে থাকে।


রাতে জ্যোৎস্না ছিল না
তাই প্রেম জমে নি, বাড়ে নি মায়া।
দুই মাস -চারমাস এমনি কেঁটে যায়,
তার পর সব শেষ কোনো এক রাতে-
আবারও সকাল হয়, নতুন দিন,
নতুন প্রেমিক,
নতুন প্রেমিকা।
আমার আশা ফুরিয়েছে আরো কয়েক বসন্ত আগে-
কাকতাড়ুয়ার মতো প্রয়োজন শেষে উপড়ে ফেলেছে মানুষ, তুমিও। আর
এভাবেই আশা ফুরিয়েছে তোমাকে পাওয়ার।