যান্ত্রিক নিত্যতায় ক্রমাগত হারিয়ে যাচ্ছি
আমি, আমার অস্তিত্ব-
ক্রমশ ছোট হয়ে আসছে, চারপাশে
মগজের কাছে বিড়বিড় করছে ব্যার্থতা-গ্লানি
বর্তমান বলে কিছু নাই-
সব অতীত আর ভবিষ্যতের গ্যাঁড়াকল।
এ পৃথ্বীর বুকে অস্তিত্বহীন আমার পুর্ব পুরুষদের ভিটা-
হয়েছেন গত!
এককালে ঝমকালো আয়োজনের সাক্ষি ছিল তাঁরা
সর্বশেষ এ পৃথিবীর কিঞ্চিত মাটিতে তাদেরই স্থান,
তাদের কবরের উপরে উঠেছে আরোও এক স্তুপ কবর!


নগরের শেষ প্রান্ত হতে আকাশ-পাতাল, প্রান্তর-তেপান্তর,
প্রেয়সীর মস্তিষ্ক, সন্ধা তারা হতে শুকতারা পর্যন্ত বিস্তর দূরত্ব,
শেষে ক্লান্ত হয়ে নিজের মধ্যেও খুঁজেছি,
কোথাও খুঁজে পাইনি আমি,
আমাকে। যান্ত্রিক মোহে হারিয়ে যাচ্ছি
আমার অস্তিত্ব
ক্রমাগত সব যান্ত্রিকতা পেরিয়ে
তিক্ত লুপ্তপ্রায়,
একদিন আমার কবরের উপরেও আবিষ্কৃত হবে  আরো কয়েকস্তুপ কবর।