পথ হাটো—
যেন দোয়া করে পথের সকল জীব,
পাহাড় হতে নেমে আসে ঝর্ণা।
অফুরান বয়ে যাক নদী—কলকল,
পথ হাটো—
যেন পাথরের বুকে জাগে সবুজ,
বাতাসের পথ ধরে নামে—বৃষ্টি।
খুলে যায় ধনুকের বান—শিকারীর ভ্রম ;
মুক্ত আকাশ—যেন উড়ে যাক সাদা-সাদা বক |
পথ হাটো—
যেন আফসোসে মাতে আকাশের ফেরেশতা ;
দেহ শীতল করে যায়—ফজরের বাতাস।
অবলিলায় হাসুক কোমল প্রাণ—অফুরন্ত।
পথ হাটো—
তোমাকে দেখে দেখে গলে যাক কঠিন হৃদয় |