একবার ডেকে নাও, আরো একবার
বাঁচার সাধ দাও, আমি সতেজ হই।


সমস্ত বাঁধা ফেলে একবার ডেকে নাও
আমি অনায়াসে পাড়ি দেবো হাজার মাইল
পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত ;
আমার আত্মচিৎকার নিরবে গিলে খাচ্ছে আমার মগজ
আমার দীর্ঘশ্বাস ফুঁসে উঠছে আমারই ফুসফুসের বিরুদ্ধে
আমার বিষপান ফিরিয়ে দিচ্ছে সমস্ত অঙ্গ,
পাকস্থলী।


হতাশ, নির্ঘুম, স্তব্ধ
থমকে দাড়ায় জীবনের কোলাহল।


ফিরে আসো, আমরা জামা হই পরস্পরের
আমাকে পরে দেখো আরো একবার।


এসো-
তুমি ফিরে এলে আমি জীবিত হয়ে উঠি!