আগে মানুষ হয়ে দেখাও
মোঃ রিফাত হাসান
মানুষ বানাইয়া পাঠালে আল্লাহ
মানুষ আর হইলাম কই
মানুষ হয়েই মানুষ মারি
অমানুষ পরিচয়ে রই
আল্লাহ তুমি মানুষ বানিয়ে দিয়েছো যে সম্মান
মোরা করতে পারিনি সে কথা তা প্রমাণ😅
তুমি মানুষ হয়েও মানুষ মারো লজ্জা লাগে না,
তোমাকে খোদা শ্রেষ্ঠ করে বানিয়েছেন সম্মান রাখলে না।
মানুষের মতো মানুষ না হয়ে মানুষ পরিচয় চাইনা
মেধাবী হলেই মানুষ হওয়া যাইনা
তুমি এতিম পিটিয়ে হত্যা করো,
তুমি মানুষ পরিচয় কেমনে দিতে পারো।
তুমি পশু পাখির দিকে তাকাও দেখ তাদের ও
স্ব-জাতির উপর ভালোবাসা আছে।
আর তুমিতো শ্রেষ্ঠ তবুও তোমার এই পরিচয়?
তোফাজ্জল কে হত্যা করার সময় একটু কি ভাবো নি,
একজন এতিম কে হত্যা করছি আল্লাহর আরশ কেঁপে উঠবে। তাইতো সবাই বলে, আগে মানুষের মতো মানুষ হও। বই মুখস্থ করে মেধাবী হতে চেষ্টা করলে অনেকেই পারে,পারেনা শুধু মানুষ হতে।
রচনাকালঃ //তাং: ১৯-০৯-২০২৪ ইং