অভিমানী অভিমান করেছে
দুঃখওয়ালী সুখ খুঁজছে
হাসিওয়ালী হাসি বিক্রি করছে
সুরওয়ালা সুর বাধছে ।
রাত প্রহরী রাত জেগেছে।
কবির মাথায় নাড়া দিচ্ছে
তাই কবি ছন্দ মিলাচ্ছে।
গানওয়ালা গান গান বাধছে।
তার বিনিময়ে সুখ খুঁজছে