.                    ক্লান্ত নই,
                     রিক্ত নই,
             নই অন্ধকারের দ্বিপ;
        আমি এক আলোকময় প্রদিপ ।
              হৃদয়ে লালিত স্তরে
          মেলেছি স্বপ্ন মাখা চোখ,
        স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে ।
. করো না তুচ্ছ আমায় এই বিশ্ব সমাজে
  ক্ষুদ্র অনুর অন্তরীক্ষে মর্মরধ্বনি বাজে ।
               সৎকার করেছি মন
         দেখেছি স্বপ্নের আনাগোনা,
                 চিত্তে চির জাগ্রত
              স্বপ্ন পূরনের চেতনা ।
            আজ শুধু নিদ্রার হ্রাস
              কাল হবো নিদ্রাহীন,
               চিরজাগ্রত তপনে
           থাকিব না হয়ে গতিহীন ।
          তারপর দিপ্ত পাখা মেলে
             দেবো সবার সম্মুখে......
        ফোটাবো এক বিস্মিত হাসি
                  তোমার মুখে ।
               সংহত কঠিন ঝড়ে
            ফুটন্ত রুধি শিরে শিরে
           সংশয়ে মানবো না বাঁধা ।