যখন আমার পথচলা থাকবে না এ ভবে
তখন রাখবে কি মনে?
নাকি মিশে যাব ধুলির সাথে
কাল বৈশাখীর ঝড়ের রাতে?


পড়বে নাকি মনে আমায়?
আজ প্রশ্ন করি তোমায়।


ক্ষুদ্র এই কবি আমি পারিনি কিছুই দিতে
নিঃস্ব আমি পারবনা কার ও মন কেড়ে নিতে ।


ফুল সেতো ফুটবে পাখি গান গাইবে
নদী তার অপার গতিতে অবিরাম চলবে।


শুধু থাকবেনা মোর পথচলা
থাকবে না আর থাকবেনা
বানের জলে হারিয়ে যাব
কেও হয়ত ডাকবেনা।
কারও চোখের পানি ঝরবে না মোর লাগি
উঠব না আর জেগে এই লুপ্ত হওয়া আমি।


তখন ও বইবে বাতাস বনে
প্রকৃতি নাচবে হাওয়ার টানে
কেউ কি রাখবে মোরে মনে?