হলুদ জামা পরা সেই মেয়েটি
কোন এক ভোরে এসেছিল সাথে
রাঙিয়েছে মোর মন মধুময় হাসিতে
চোখে তার কাজল এর সুবর্নরেখার আঁচড়
ওষ্ঠ ভরা হাসিতে কেড়েছে বুকের পাঁজর
সেই ক্ষন থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে
দূর থেকে সে যেন যায় কিছু বলে।
কখনো মনে হয় ঠিক ফুলদানিটির পাশে
সে হলুদ জামা পরে রোজ রোজ আসে।
কখনো মনে হয় সে আমায় ইশারায় ডাকে
শুচিস্মিতা সেই মেয়েটি শুধু আড়ালেই থাকে।
কখনো বা তাঁর রিনিক ঝিনিক চুড়ির শব্দে
গভীর ঘুমে নিমগ্ন তাকে নিয়ে দেখা সপ্ন ভাঙে।