আরেকটু দুঃখ দেবে?
মেঘ?
বৃষ্টিপাত?
তোমার প্রেরিত দুঃখই আমার কবিতার কাঁচামাল।
দুঃখের নদীতে সাঁতরায় ডলফিন, নায়াগ্রা জলপ্রপাত
কোন এক অন্ধকার বৃহস্পতিবার রাতে আমি ও দুঃখবিলাসী হব।
ঠিক সতেরো সেপ্টেম্বরের মত
ছুটে যাওয়া ট্রেনের শব্দটাকে থামিয়ে দিব
নতুন অধ্যায় পাখা মেলবে।
তখন জলাশয়ে নায়র আসবে যৌবন বন্যা
জানালার কাঁচে অবিরত বর্ষণ
ঘুম ঘুম চোখে কাক এর মিছিলে
মোহগ্রস্থ হবে কপোত কপোতি।
বিছানায় অনেক শীত!
হেমন্তের সন্ধ্যা আজো মাদকময়
উঠোন জুড়ে মাদকতা
আমি বার বার মরে যাই
আবার ফিরে আসি বন্দনায়
এক পাহাড় দুঃখের বন্দনায়
তোমার সযত্নে প্রেরিত দুঃখ দিয়ে রচিত
আমার দুঃখ বিলাসী উতসব
দুচোখে অশ্রুর ফোঁয়ারা
ডায়েরীর সঙ্গী  বেগুনী রঙ এর কলম।
আমার বরাবরই বেগুনী রঙ পছন্দ
আমার দুঃখগুলো বেগুনী হোক
তুমি আমায় আরো অনেক দুঃখ দাও
অন্তত দুঃখগুলো সঙ্গী হোক।
এখানে প্রতিনিয়ত মৃত্যু হয় লাল গোলাপের
জন্ম নেয় ভরা যৌবনময় নদী, সাগর, মহাসাগর।
তুমি বেঁচে থাকো রসুনের কোয়ার মত স্বচ্ছ হয়ে
আমি বরং নদী হয়েই বাঁচবো।