পাথরের বুক ফেটে যে জলপ্রপাত হয়
তা হয়তো অগোচরে রয়ে যায়
নায়াগ্রার সুললিত উচ্ছ্বাস যৌবনা ও রূপবতী
তার ভিতরের আমিত্ব বড্ড একা
সৌন্দর্য বিলানোর জন্য অবিরাম কেঁদে হয় নিঃশেষ
দুটি লাশের উপর ভর দিয়ে শকুনেরা উল্লাসে মাতুক
পৃথিবীর রমণীরা সুখে  থেকো
আমি বরং কল্পনাতে তোমার বুকের স্পর্শ খুঁজি।