কলমে এক হয় কবি আর কবিতা,
অভিন্ন ভাবনা ভাষায় পাই পূর্ণতা,
কখনো সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে,
নবীন মলীনকে ভাসায় এক স্রোতে,
তুমি বুঝবে এসব কালের প্রহরে,
পরম সত্য যেদিন ভাসবে সমীরে,
রূপে নই মনে উঠবে তরঙ্গভঙ্গ,
পল্লবিত ছেলেটির থাকবে না সঙ্গ,
নিঃসঙ্গের শিখা নিভেও অনির্বাণ,
প্রেম স্মৃতি মিথ্যা নয়, শুধু বর্তমান,
নবজন্ম রূপে একদিন এসো ফিরে,
অসমাপ্ত উপন্যাসের কাহিনী তীরে,
কিছুক্ষণ বোসো কবির সমাধি পাশে,
অনুক্ত কথা গুলো যেথায় লেখা আছে।।